সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

১৭ বছর পর নয়াপল্টনে তারেক রহমান: নেতাকর্মীদের দিলেন বড় বার্তা!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৯

সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষা, হাজারো নেতাকর্মীর ভিড় আর আবেগঘন এক পরিবেশ। ঠিক বিকাল ৪টা নাগাদ যখন তারেক রহমানের গাড়ি নয়াপল্টনের কার্যালয়ের সামনে এসে থামলো, তখন কেবল রাজনীতি নয়—বদলে গেল পুরো এলাকার আমেজ। তারেক রহমান আজ যা বললেন, তাতে দেশ গড়ার এক নতুন এবং সাধারণ দর্শনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

দীর্ঘ প্রবাস জীবন আর নানা আইনি জটিলতা কাটিয়ে তারেক রহমান যখন কেন্দ্রীয় কার্যালয়ে ফিরলেন, নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে তখন যানজট চরমে। কিন্তু তিনি বক্তৃতায় কেবল বড় বড় রাজনীতির কথা বলেননি। তারেক রহমান আজ গুরুত্ব দিলেন ছোট ছোট পরিবর্তনের ওপর।

তিনি বললেন, দেশ গড়ার দায়িত্ব সবার। এমনকি রাস্তায় পড়ে থাকা একটি ময়লা কাগজ পরিষ্কার করার মানসিকতাও আমাদের তৈরি করতে হবে। নেতাকর্মীদের জটলা দেখে তিনি দ্রুত রাস্তা ছেড়ে দেওয়ার নির্দেশ দেন যাতে জনদুর্ভোগ না হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top