গাজা থেকে কাতার—২০২৫ সালে মুসলিম বিশ্বে যা বদলে দিল ইতিহাস
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:১৮
একদিকে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা গাজা। আরেকদিকে ঝলমলে দোহা, রিয়াদ, নিউইয়র্ক। একই বছর। একই পৃথিবী। কিন্তু বাস্তবতা—দুটি সম্পূর্ণ ভিন্ন ছবি। ২০২৫ সাল মুসলিম বিশ্বের জন্য কেবল একটা বছর ছিল না। এটা ছিল পরীক্ষা। চাপ। আর দিকনির্দেশনার মুহূর্ত।
২০২৫ সালে মুসলিম বিশ্বকে নাড়িয়ে দেওয়া ১০টি আলোচিত ঘটনা। এই ঘটনাগুলো শুধু খবর ছিল না। কিছু সিদ্ধান্ত বদলে দিয়েছে রাজনীতি। কিছু আবার বদলে দিয়েছে মানুষের মন।
বছরের শুরুতেই হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি। চুক্তি হয়েছিল, কিন্তু গাজায় হামলা থামেনি। তারপর এল গাজা পুনর্গঠনের আরব পরিকল্পনা—যা ছিল ওয়াশিংটনের প্রস্তাবের ঠিক বিপরীতে। ঢাকায় মার্চ ফর গাজা দেখিয়েছে—রাষ্ট্র নয়, মানুষও ইতিহাস লিখতে পারে। আর গ্লোবাল মার্চ টু গাজা প্রমাণ করেছে, গাজার অবরোধ কেবল স্থানীয় ইস্যু নয়।
এদিকে দক্ষিণ এশিয়ায়—ভারত-পাকিস্তান যুদ্ধ। অপারেশন সিন্দু আর পাল্টা বুনয়ানুম মারসুস—দুটি পারমাণবিক শক্তির মুখোমুখি অবস্থান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ে, যখন ইসরায়েল সরাসরি ইরানে হামলা চালায়, আর পরে যুক্তরাষ্ট্রও পরমাণু স্থাপনায় আঘাত হানে।
সবচেয়ে চমকপ্রদ ঘটনা—কাতারে ইসরায়েলি হামলা। উপসাগরীয় রাজনীতিতে এক নতুন অস্বস্তির নাম। আর বছরের শেষে—নিউইয়র্ক পেল তাদের প্রথম মুসলিম মেয়র। রাজনীতির ভৌগোলিক মানচিত্রটা যেন একটু বদলে গেল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।