রবিবার, ৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

গণভোট নিয়ে জনসচেতনতা বাড়াতে লিফলেট প্রকাশ প্রধান উপদেষ্টার কার্যালয়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১২:০৫

সংগৃহীত

‘পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে’—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন গণভোটকে ঘিরে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর অংশ হিসেবে শুক্রবার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি লিফলেট প্রকাশ করা হয়েছে।

লিফলেটটির শিরোনাম— ‘গণভোট ২০২৬: সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’। এতে গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং গণভোটের মাধ্যমে দেশে কী ধরনের পরিবর্তন আনা সম্ভব, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

লিফলেটে বলা হয়, গণভোটের মাধ্যমে এমন একটি বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হতে পারে, যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল যৌথভাবে কাজ করবে। পাশাপাশি সরকারি দলের এককভাবে সংবিধান সংশোধনের ক্ষমতা সীমিত থাকবে এবং সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান কার্যকর থাকবে।

এছাড়া প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে—বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, একজন ব্যক্তির সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকার সীমা নির্ধারণ, সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বৃদ্ধি এবং ক্ষমতার ভারসাম্য রক্ষায় সংসদের উচ্চকক্ষ গঠন।

লিফলেটে আরও উল্লেখ করা হয়, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, মৌলিক অধিকার সম্প্রসারণ (যেমন—ইন্টারনেট সেবা বন্ধ না করার নিশ্চয়তা), দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতির ইচ্ছামতো ক্ষমা প্রদানের ক্ষমতায় সীমাবদ্ধতা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার বিষয়গুলোও গণভোটের মাধ্যমে বাস্তবায়নের সুযোগ তৈরি হতে পারে।

লিফলেটের শেষাংশে বলা হয়েছে, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে এসব প্রস্তাব কার্যকর হওয়ার পথ তৈরি হবে, আর ‘না’ ভোট দিলে সেগুলো বাস্তবায়িত হবে না।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top