নির্বাচনী প্রচারণায় ইসির কঠোর নির্দেশনা জারি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ১৬:৪৭
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সেই প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা ২০ দিন সময় পাবেন, অর্থাৎ আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীরা নির্ধারিত সময়ে বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালাতে পারলেও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো বক্তব্য, বিদ্বেষমূলক প্রচার ও প্রতিপক্ষের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য সম্পূর্ণ নিষিদ্ধ। এবারের নির্বাচনে প্রচারমূলক পোস্টারও ব্যবহার করা যাবে না, যা দেশে প্রথমবারের মতো এমন নিষেধাজ্ঞা।
জনসভা বা সমাবেশ আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা নেই, তবে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে তারিখ ও সময় লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাতে হবে। সড়ক, মহাসড়ক বা জনপথে জনসভা বা পথসভা করলেও ইসি ব্যবস্থা নেবে। প্রার্থীর পক্ষে বিদেশে কোনো সভা-সমাবেশ আয়োজনও নিষিদ্ধ।
নির্বাচনী প্রচারে ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুনে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ব্যানারের সর্বোচ্চ আকার ১০ ফুট বাই ৪ ফুট, লিফলেট বা হ্যান্ডবিল এ-ফোর আকৃতি, ফেস্টুন সর্বোচ্চ ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি হতে পারবে। ব্যবহারযোগ্য ছবি হতে হবে পোর্ট্রেট আকারে, আয়তন সর্বোচ্চ ৬০ সেন্টিমিটার বাই ৪৫ সেন্টিমিটার।
প্রার্থীরা সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাতে পারবেন, তবে প্রচার শুরুর আগে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ও শনাক্তকরণ তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে প্রচার করা যাবে না।
নির্বাচনী আচরণবিধিতে আরও বলা হয়েছে, ঘৃণাত্মক, মিথ্যা বা বিকৃত তথ্য, গুজব, নারী ও সংখ্যালঘুদের উপর আক্রমণাত্মক ভাষা, ধর্মীয় বা জাতিগত বিদ্বেষ ছড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।
এছাড়া বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেল বা অন্য যানবাহন ব্যবহার করে মিছিল, জনসভা বা শোডাউন, মশাল মিছিল এবং তোরণ বা আলোকসজ্জা নিষিদ্ধ। রাজনৈতিক দলের ক্ষেত্রে দলীয় প্রধান ও সাধারণ সম্পাদক ছাড়া হেলিকপ্টার বা আকাশযান ব্যবহারও নিষিদ্ধ।
বিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা দেড় লাখ টাকা জরিমানা বা উভয়ই, দলের ক্ষেত্রে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা, এবং প্রমাণিত হলে প্রার্থীও বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে।
নির্বাচন কমিশন সকল প্রার্থী ও রাজনৈতিক দলকে নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।