পুকুরে পড়ে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান, দুই পাইলট নিরাপদে উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ১৭:২৭
ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার সকালে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় সৌভাগ্যবশত দুই পাইলটই প্যারাস্যুটের মাধ্যমে নিরাপদে উদ্ধার হয়েছেন।
বিমানবাহিনী জানিয়েছে, উড্ডয়নের কিছু সময় পর বিমানটিতে কারিগরি সমস্যা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দুই পাইলট অবিলম্বে প্যারাস্যুটের মাধ্যমে বিমান ত্যাগ করেন। চালকবিহীন বিমানটি পাশের একটি পুকুরে পড়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি।
স্থানীয় প্রশাসন ও বিমানবাহিনীর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুকুরের পানিতে বিমানের ধ্বংসাবশেষ ভেসে রয়েছে এবং কিছু অংশে তখনো আগুন জ্বলছিল। অন্য ভিডিওতে দেখা যায় পাইলটদের আকাশ থেকে নিরাপদে নেমে আসার দৃশ্য।
সাম্প্রতিক বছরগুলোতে ভারতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার ঘটনা বেড়েছে। এর আগে চেন্নাইয়ের তাম্বারামের কাছে একটি পিলাটাস পিসি-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এবং হরিয়ানার পাঞ্চকুলার কাছে একটি জাগুয়ার যুদ্ধবিমানও কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছিল।
বিমানবাহিনী বিষয়টি তদন্ত করছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ বের করার জন্য কাজ করছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।