বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

দেশে করোনা পরিস্থিতি

করোনায় ২৪ ঘণ্টায় আরও ৯৮ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ০০:৫৯

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় আরও ৯৮ মৃত্যু

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে, একদিনে আরও ৪ হাজার ১৪ জনের মধ্যে ধরা পড়েছে সংক্রমণ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৮ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ৭৮১ জনে পৌঁছাল।

আর গত এক দিনে আরও ৪ হাজার ১৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জন হল।

সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে আরও ৭ হাজার ২৬৬ জন গত এক দিনে সেরে উঠেছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ লাখ ৪২ হাজার ৪৪৯ জন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top