৩৭ দিনের মাথায় মা হারালেন ফুটফুটে এক কন্যা শিশু
সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৫, ১৮:৪৮

তিন মেয়ের পর মা রুমির কোল আলো করে আসে ফুটফুটে এক কন্যা শিশু। রুমি-আওলাদ দম্পতির স্বপ্ন ছিলো সন্তানদের নিজ হাতে মানুষ করবে ।কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না ।শিশুটির জন্মের ৩৭ দিনের মাথায় প্রসবকালীন জটিলতায় রুমি মারা যায় ।শিশুটিও মৃত্যুর ঝুঁকিতে থাকায় ছোট্ট শিশুটিকে বাবা আওলাদ বাসায় নিতে অপারগতা প্রকাশ করেন এবং সুন্দর পরিবার নিশ্চিত করার আকুতি জানায়।
সেই থেকে এই শিশুটির সমস্ত চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে ডা: মুজিব নিউবর্ন ফাউন্ডেশন।বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ । শিশুটির সুন্দর একটি ভবিষ্যতের জন্য মানবিক ডাক্তার ডাঃ মোঃ মজিবুর রহমান খুঁজছেন সুন্দর একটি আদর্শ দত্তক পরিবার ।যারা তাকে ভালোবেসে আগলে রাখবে ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।