হাদির জানাজা আজ কখন ও কোথায়
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
প্রেস উইং জানায়, শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণকারীদের জন্য কিছু নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে। জানাজায় অংশ নিতে আসা সবাইকে কোনো ধরনের ভারী ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, জানাজার সময় সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছায়। বিমানবন্দর থেকে মরদেহ হিমাগারে নেওয়া হয়।
ইনকিলাব মঞ্চ সূত্রে জানানো হয়েছে, জানাজা শেষে ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে।
উল্লেখ্য, ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।