ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপনে’ বৈঠক করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ২১:১০

সংগৃহীত

সব দেশের সঙ্গে খোলামেলা সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এ ছাড়া দেশের উন্নতির আর কোনো বিকল্প নেই। সেই নীতির অংশ হিসেবেই অন্যান্য দেশের মতো ভারতীয় কূটনীতিকদের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান জানান, চলতি বছরের শুরুতে তিনি এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন। তবে ওই কূটনীতিকের অনুরোধে তখন বৈঠকের বিষয়টি গোপন রাখা হয়েছিল।

নিজের কার্যালয়ে দেওয়া সাক্ষাৎকারে জামায়াত আমির বলেন, “আমরা চাই আমাদের দেশ পাঁচ বছর স্থিতিশীল থাকুক। যদি দলগুলো একত্রিত হয়, আমরা একসঙ্গে সরকার পরিচালনা করব।”

খবরে আরও বলা হয়, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের পর যেসব রাজনৈতিক দল সরকার গঠন করতে পারে, তাদের সঙ্গে ভারতের কূটনৈতিক যোগাযোগ সম্প্রসারিত হচ্ছে। এই প্রেক্ষাপটে জামায়াত আমিরের ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠকের বিষয়টি সামনে এলো।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের আগে ও পরে সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বাড়ছে, যার অংশ হিসেবেই বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ জোরদার করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top