রবিবার, ৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়ন বৈধ ঘোষণা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৪:০৩

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ (রমনা-মতিঝিল) আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তারা যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

মনোনয়ন বৈধ ঘোষণার পর পাটওয়ারী বলেন, “আমি জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। আজ তা গ্রহণ করা হয়েছে। আমরা একটি গুরুত্বপূর্ণ ধাপে উত্তরণ করতে যাচ্ছি।”

তিনি অভিযোগ করেন, তফসিল ঘোষণার পরও কমিশনের কার্যকর ভূমিকা পর্যাপ্তভাবে দেখা যায়নি। বিশেষ করে পোস্টার ও ব্যানারের অবৈধ ব্যবহার এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশাসনের পদক্ষেপ চোখে পড়েনি।

ঢাকা-৮ এলাকায় নির্বাচনের বিষয়ে পাটওয়ারী বলেন, “আমরা একটি নীতিনির্ভর ও সুষ্ঠু নির্বাচন আশা করি। এখানে পেশিশক্তি কিংবা মাফিয়াতন্ত্রের মহড়া হবে না। তবে নিরাপত্তা নিয়ে আমরা কিছু শঙ্কিত।”

প্রশাসনের নিরপেক্ষতার বিষয়ে তিনি উল্লেখ করেন, “মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষতা লক্ষ্য করা গেছে। তবে দেশের বিভিন্ন স্থানে কিছু আপত্তি এখনও নিষ্পত্তি হয়নি।”

ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে পাটওয়ারী বলেন, “তিনি একাধিকবার এমপি হয়েছেন ঠিকই, তবে তার জয়ের চেয়ে হারার রেকর্ড বেশি। ইনশাআল্লাহ, এবার শাপলা প্রতীক বিজয়ী হবে।”

তিনি আরও জানান, “সারা দেশে মোট ৪৭টি আসনে আমাদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। একটি দেরিতে জমা দেওয়ায় গ্রহণ হয়নি। বাকিগুলো গ্রহণ হয়েছে এবং আমরা শুধুমাত্র জয়ের সম্ভাবনাযুক্ত আসনগুলোতে মনোনয়ন দিয়েছি।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top