জাতীয় নাগরিক পার্টিতে পদত্যাগের ঝড়
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৪:০৫
নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বর্তমানে রাজনৈতিক চাপ ও ভেতরের অসন্তোষের মধ্যে পড়েছে। জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি সমঝোতার সিদ্ধান্তের পর থেকে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা একের পর এক পদত্যাগ করছেন।
পদত্যাগের তালিকায় রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব, মিডিয়া প্রধান মুশফিক উস সালেহীন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন, ডা. তাসনিম জারা, তাজনূভা জাবীনসহ অন্তত ১৪ জন কেন্দ্রীয় নেতা। পদত্যাগ না করলেও অনেকে দলের কার্যক্রম থেকে দূরে সরে পড়েছেন।
নাসিরুদ্দীন পাটওয়ারী এবং অন্যান্য নেতারা অভিযোগ করেছেন, দলের শীর্ষ নেতৃত্বের দুই নির্দিষ্ট ব্যক্তির পদক্ষেপ কেন্দ্রীয় নেতাদের উপেক্ষা করে নেওয়ায় অনেকেই রাজনৈতিক বিশ্বাস ও দায়বদ্ধতার কারণে দল থেকে সরে যাচ্ছেন। শীর্ষ নেতারা জামায়াতের সঙ্গে নির্বাচনি জোটকে আদর্শবিরোধী ও ‘আত্মঘাতী সিদ্ধান্ত’ হিসেবে দেখছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ যুগান্তরকে বলেন, “নতুন গড়ে উঠা এনসিপিতে শীর্ষ নেতাদের পদত্যাগ দলটির জন্য বড় ধরনের ক্ষতি। বিশেষত নারী নেতৃত্ব ও জুলাই অভ্যুত্থান-সংগ্রামের সঙ্গে যুক্ত সক্রিয় নেতা-নেত্রীদের বিচ্যুতি দলের রাজনৈতিক শক্তিকে কমিয়ে দিচ্ছে।”
জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারও আশাহত। তারা মনে করছেন, যে দলটি ছাত্র-জনতার রক্তের ওপর গঠিত হয়েছে, সে এখন পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে আপস করছে এবং নতুন ধারার রাজনীতির সম্ভাবনা কমছে।
এনসিপি সূত্র জানিয়েছে, জামায়াতের সঙ্গে সমঝোতা শুধুমাত্র নির্বাচনি বিষয়, আদর্শিক নয়। তবে শীর্ষ নেতাদের পদত্যাগ ও দলের ভেতরের অসন্তোষ দমাতে তৎপরতা প্রয়োজন, নতুবা দল রাজনৈতিকভাবে শক্তিহীন হয়ে পড়বে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।