তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার,প্রেস সচিব সালেহ শিবলী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৪:০৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার। একই সঙ্গে প্রেস সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এএএম সালেহ (সালেহ শিবলী)।
শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ছিলেন। সালেহ শিবলী দীর্ঘদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেসসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
প্রসঙ্গত, শিবলী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।