শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা, ব্যবসায়ী আহত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ০৯:০৭

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় আবু সুফিয়ান ব্যাপারি মাসুদ (৪২) নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাতের দিকে রাজধানীর তেজগাঁও এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা আজিজুর রহমান মুসাব্বিরকে লক্ষ্য করে পরপর পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আহত মাসুদকে হাসপাতালে নিয়ে আসা মো. জাবেদ গণমাধ্যমকে জানান, মাসুদ তেজগাঁও থানার ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তার বাড়ি কেরানীগঞ্জে। বুধবার রাত আনুমানিক ৮টার দিকে মুসাব্বির ও মাসুদসহ কয়েকজন তেজগাঁওয়ের স্টারের গলিতে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায়।

তিনি আরও জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকেই প্রথমে তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতাল (বিআরবি) নেওয়া হয়। পরে রাতেই মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত মাসুদের পেটের বাম পাশে গুলি লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানানো হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top