মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

নির্বাচনে প্রশাসনের পক্ষপাতিত্ব হলে অবাধ ভোট সম্ভব নয়: নুরুল হক নুর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৫:৪৬

সংগৃহীত

পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপির সমর্থিত নেতৃবৃন্দ নুরুল হক নুর মঙ্গলবার (২৭ জানুয়ারি) বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী কোনো পক্ষ নিলে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

সকাল ১১টায় গলাচিপা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নুরুল হক নুর বলেন, প্রশাসনের ভূমিকে কেন্দ্র করে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, মাঠের পরিস্থিতিতে পুলিশ ও অন্যান্য প্রশাসনিক বাহিনী নিরপেক্ষ না থাকলে নির্বাচনের পরিবেশ নষ্ট হবে।

নুর আরও বলেন, তার নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও পুলিশ ঘটনাস্থলে দেরিতে পৌঁছায়। তিনি স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশি-বিদেশি অপশক্তি ষড়যন্ত্র করছে এবং তার আসনে স্বতন্ত্র প্রার্থীকে ব্যবহার করা হচ্ছে।”

পটুয়াখালী-৩ আসনে বিএনপি নুরুল হক নুরকে সমর্থন দিয়েছে। দলীয় প্রার্থী না থাকলেও বহিষ্কৃত নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top