শহিদুল আলম শেয়ার করলেন তারেক ও জাইমা রহমানের সঙ্গে অভিজ্ঞতা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৬:৩৯
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে এক অজানা অভিজ্ঞতা শেয়ার করেছেন আলোকচিত্রবিদ ও অ্যাক্টিভিস্ট শহিদুল আলম। মঙ্গলবার (২৭ জানুয়ারি) শহিদুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে এই অভিজ্ঞতা প্রকাশ করেন।
শহিদুল আলম বলেন, ফ্যাসিস্ট আমলের কঠোর রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমান নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন এবং নির্বাসনে ছিলেন। তিনি নিজেও সেই নির্যাতনের স্বাদ ভোগ করেছেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ১৯ মার্চ ২০২৪ তারিখে লন্ডনে একটি হোটেলে তারেক রহমান ও তার কন্যা জাইমার সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল নির্মম, শেখ হাসিনার তৃতীয় মেয়াদে নির্বাচনী নিয়ন্ত্রণ ছিল দৃঢ়।
শহিদুল আলম আরও জানান, পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে তারেক রহমান ও জাইমা দেশে প্রত্যাবর্তন করেন এবং তিনি আবারও তাদের সঙ্গে আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা’ আয়োজন করেন। জাইমা সেই সময় উৎসবটি পরিদর্শন করেন।
এবার শহিদুল আলমের পোস্ট অনুসারে, জাইমা রহমান একাই দৃক গ্যালারি পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে গভীরভাবে সংযোগ স্থাপন করেন এবং শিল্পকলা, সৃজনশীল অর্থনীতি ও শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শহিদুল আলম বলেন, “বিপ্লব চালিয়েছে তরুণরা, শিল্পীরা, সর্বোপরি নারীরা। বাংলাদেশে সত্যিকারের রূপান্তর চাইলে জাইমার প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে।”
উল্লেখ্য, জাইমা রহমান মঙ্গলবার (২৭ জানুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দৃক গ্যালারি পরিদর্শনের কিছু ছবি শেয়ার করেন। পোস্টে তিনি শিক্ষক-শিক্ষার্থী ও শহিদুল আলমকে ধন্যবাদ জানান এবং দেশের তরুণ শিল্পীদের অসাধারণ প্রতিভা ও প্রাণচাঞ্চল্য দেখতে পেরে আনন্দ প্রকাশ করেন।
পোস্টের শেষে জাইমা কেনিয়ার বিশ্বখ্যাত লেখক নগুগি ওয়া থিয়োঙ্গোর একটি উক্তি শেয়ার করেছেন: “শিল্পবিহীন সংস্কৃতি হলো একটি স্মৃতিহীন সংস্কৃতি।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।