বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপে রাজনৈতিক সহাবস্থানের অবনতি: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৪:১৭

সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী মো. নাহিদ ইসলাম বলেছেন, ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা রাজনৈতিক সহাবস্থানের জন্য উদ্বেগজনক এবং এটি সহিষ্ণুতার অবনতি ঘটিয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল নাগাদ মেরুলবাড্ডা এলাকায় নির্বাচনি প্রচারণার সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে নাহিদ অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও মিডিয়ার মধ্যে একপাক্ষিকতা দেখা যাচ্ছে, যা সুষ্ঠু নির্বাচন ও সমান সুযোগের পরিবেশ নষ্ট করছে।

তিনি আরও জানান, নির্বাচনি সময়ে কর্মী ও সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, এবং দেশের বিভিন্ন জায়গায় অফিস ও কর্মীদের ওপর পরোক্ষভাবে আক্রমণ ও হেনস্থা করা হচ্ছে। নাহিদ আশ্বস্ত করেছেন, প্রত্যক্ষ বাধা এলে তারা তা প্রতিহত করবেন।

নাহিদ ইসলাম মন্তব্য করেন, “৫ আগস্টের পর জনগণ অনেক বেশি সচেতন, তরুণরা সুষ্ঠু নির্বাচন এবং দেশের রাজনীতির পরিবর্তন দেখতে চায়। যারা মনে করে গায়ের জোরে নির্বাচনে জেতা যাবে, তাদের কোনো সুযোগ নেই।”

গতকাল (২৭ জানুয়ারি) হাবিবুল্লাহ বাহার কলেজে অনুষ্ঠিত পিঠা উৎসবে ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে, যা নির্বাচনকালীন সহিষ্ণুতার জন্য উদ্বেগ সৃষ্টি করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top