উত্তরাবাসীর অসামান্য ত্যাগে অধিকার আদায়ের পথ তৈরি হয়েছে: তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৬:২২
গত ১৬-১৭ বছর ধরে জনগণের কেড়ে নেওয়া গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে উত্তরাবাসীর অসামান্য ত্যাগের কথা স্মরণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দিবাগত রাতে উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে উত্তরার মানুষের সাহসী ভূমিকা আগামী দিনের ইতিহাসে অম্লান হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তারেক রহমান জানান, ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনের ধারা বজায় রাখতে গণতন্ত্র, ভোটাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতাকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা জরুরি। তার মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দোষারোপের সংস্কৃতি জনগণের কোনো কাজে আসে না, বরং ঠান্ডা মাথায় জনদুর্ভোগ লাঘবে সঠিক পরিকল্পনা গ্রহণ করাই এখন সময়ের দাবি।
উত্তরার স্থানীয় সমস্যাগুলো নিয়ে আলোচনার সময় তিনি গ্যাস ও পানির তীব্র সংকটের কথা উল্লেখ করেন। তিনি জানান, নতুন গ্যাস কূপ অনুসন্ধান বন্ধ থাকায় এই সংকট দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। বিএনপি ক্ষমতায় গেলে নতুন গ্যাস অনুসন্ধান এবং শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া উত্তরার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী একটি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার আশ্বাসও দেন বিএনপি চেয়ারম্যান।
শহরের জলাবদ্ধতা, যানজট, মাদকের বিস্তার এবং বেকারত্বকে বর্তমানের প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন তারেক রহমান। তিনি জানান, খাল খনন কর্মসূচির মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং সুপরিকল্পিত ব্যবস্থার মাধ্যমে যানজট ও মাদক নিয়ন্ত্রণ করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে সমর্থন চেয়ে তিনি বলেন, এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই। জনসেবা ও উন্নয়নের কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করার জন্য তিনি ভোটারদের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।