বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটে চাইলেন আসিফ আকবর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৪:১৮

সংগৃহীত

কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজারে অনুষ্ঠিত জসিম উদ্দিনের গণসংযোগে অংশ নিয়ে তিনি স্থানীয় জনগণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন।

আসিফ আকবর বলেন, “প্রিয় বুড়িচং ও ব্রাহ্মণপাড়াবাসী, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। জসিম উদ্দিন ভাইকে জয়ী করতে এই ভোট অপরিহার্য। আমি আবারও আপনাদের এলাকায় এসে সারাদেশে ধানের শীষের পক্ষে ভোট চাইবো।”

গণসংযোগে কুমিল্লা-৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ জসিম উদ্দিনের সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top