শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

রাজধানীতে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২, ০০:১৬

রাজধানীতে শ্রমিকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে পাইলিংয়ের কাজ করার সময় মাথায় পাইপ পড়ে মো. আজাদ (২৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে শনির আখড়ার শেখদি চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আজাদের সহকর্মী মো. আশরাফ বলেন, শনির আখড়ার শেখদি চৌরাস্তা এলাকায় আমরা পাইলিংয়ের জন্য পাইপ বসানোর কাজ করছিলাম। পাইপ ঠিকমতো না বসায় হঠাৎ পড়ে যায় তার মাথায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আজাদের গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলায়। তার বাবার নাম দিলদার হোসেন। বর্তমানে যাত্রাবাড়ীতে থাকতেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top