খিলগাঁও উড়ালসড়কে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৩:৫৬
রাজধানী ঢাকার খিলগাঁও উড়ালসড়কে কাভার্ডভ্যানের চাপায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহত পুলিশ সদস্য হলেন মো. রুবেল হক, যিনি রাজারবাগ পুলিশ লাইনসের নায়েক ছিলেন।
দুর্ঘটনা ঘটে বুধবার দিবাগত রাত ১২টার দিকে। নিহত রুবেল হক সিরাজগঞ্জ সদরের কান্দারপাড়া এলাকার বাসিন্দা মো. মুনসুর সর্দারের ছেলে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, রুবেল হক দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে নন্দিপাড়ার নিজ বাসায় ফেরার পথে উড়ালসড়কে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। ওসি জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি সড়কের ওপর ফেলে চালক পালিয়ে গেলে পুলিশ পরে গাড়িটি জব্দ করে খিলগাঁও থানায় নিয়ে আসে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।