রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

বৃষ্টির জন্য রাজধানীতে শায়খ আহমাদুল্লাহর নেতৃত্বে বিশেষ নামাজ

রায়হান রাজীব | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪, ১২:২৯

ছবি: সংগৃহীত

তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। তপ্ত রোদে পুড়ছে ফসলের মাঠ। তীব্র তাপদাহের সঙ্গে বইছে গরম বাতাস। এতে হাঁসফাঁস করছে প্রাণিকুল। একের পর এক জারি করা হচ্ছে হিট অ্যালার্ট। তীব্র গরম থেকে বাঁচতে দেশজুড়ে বিশেষ নামাজ আদায় করা হচ্ছে।

সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে রাজধানীতেও। সকালে ঢাকার আবতাবনগরে বিশেষ নামাজ আদায় করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ।

নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। দাবদাহ থেকে মুক্তি পেতে আল্লাহর রহমত কামনা করা হয়। এ সময় মুসল্লিরা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।

এসময় তিনি বলেন, বনায়ন ধ্বংসের কারণে প্রতিবছর তাপমাত্রা বাড়ছে। এখনই সচেতন না হলে সামনের দিনে আরও বিপদে পড়তে হবে। সবুজায়ন বাড়াতে সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান শায়খ আহমাদুল্লাহ।


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top