মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সাকিবদের বিদায়ের পর যে বার্তা দিলেন তামিমের স্ত্রী

শাকিল খান | প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:৩৩

ছবি: সংগৃহীত

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে দল ছাপিয়ে দর্শকদের আগ্রহের তুঙ্গে ছিল দেশের ক্রিকেটের বড় দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বৈরথ। অবশ্য ব্লকবাস্টার এই লড়াইয়ে শেষ হাসি হেসেছে তামিমের ফরচুন বরিশাল। সাকিবের রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে তামিমের দল।

গত বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াডে তামিম না থাকা নিয়ে প্রচুর আলোচনা-সমালোচনা হয়েছে। তখন উঠে আসে অধিনায়ক সাকিব আল হাসানের নামও। এক সময়ে দুই বন্ধুকে নিয়ে শুরু হয় দ্বন্দ্ব।

চলমান আসরের ফাইনালে খেলবেন এমন বিশ্বাস আগে থেকেই ছিল তামিমের। সাম্প্রতিক সময়ে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকা জাতীয় দল সতীর্থ সাকিবদের হারিয়ে বরিশাল দলের ফাইনাল নিশ্চিতের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমনটাই জানালেন তামিমপত্নী আয়েশা সিদ্দিকা ইকবাল।

এক পোস্টে তামিমকে মেনশন করে আয়েশা লিখেছেন, ‘তুমি বলেছিলে, আমরা ফাইনালে খেলবো। তখনো টুর্নামেন্ট শুরুই হয়নি। তুমি তোমার কথা রেখেছো। দারুণ টিম পারফরম্যান্স। আলহামদুলিল্লাহ।’

এদিকে আগামী ১ মার্চ ফাইনালে তামিমদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০২১ বিপিএলেও ফাইনালে ছিল এই দুই দল। সেবার জয় পেয়েছিল কুমিল্লা।



বিষয়: bpl tamim iqbal newsflash71


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top