সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

৩ বছর ২৭৩ দিন পর লিভারপুলের হার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২১, ১৫:৫২

৩ বছর ২৭৩ দিন পর লিভারপুলের হার

ঘরের মাঠ অ্যানফিল্ডেই থামল জয়ের রথ। টানা ৬৯ প্রিমিয়ার লিগ ম্যাচে জয়ের পর হারতে হলো লিভারপুলকে। বার্নলের বিপক্ষে ০-১ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের।

অ্যানফিল্ডে সবশেষ ২০১৭ সালের ২৩ এপ্রিল ক্রিস্টাল প্যালেসের কাছে ২-১ গোলে হারতে হয়েছিল অলরেডদের।

বৃহস্পতিবার পয়েন্ট টেবিলের নিচের সারির দল বার্নলের বিপক্ষে মূল আক্রমণভাগ নিয়ে মাঠে নামেনি লিভারপুল। দলের দুই প্রধান তারকা মোহাম্মদ সালাহ ও রবার্তো ফিরমিনোকে ছাড়াই একাদশ সাজান জার্মান কোচ ক্লপ।

শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় স্বাগতিকদের। তবে ১৩ মিনিটে সুযোগ ছিল বার্নলের এগিয়ে যাওয়ার। অসাধারণ এক সেভ করেন লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার।

অন্যদিকে ৪৪ মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ডিভক অরিগি।

প্রথমার্ধে বলের দখল আর আক্রমণ সব মিলিয়ে দাপট দেখায় লিভারপুলই। আক্রমণভাগের ধার আরও বাড়াতে মাঠে নামানো হয় সালাহ-ফিরমিনিকো। তবু শেষ রক্ষা হয়নি। ৮৩ মিনিটে পেনাল্টি পায় বার্নলে দলের হয়ে আসলে বার্নেস শট নিলে এগিয়ে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত ৩ বছর ২৭৩ দিন পর ঘরের মাঠে হার দেখলো বর্তমান চ্যাম্পিয়নরা।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top