মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

Nasir Uddin | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ২০:৫৩

ছবি: সংগৃহীত

একজন অলরাউন্ডারের জন্য একটি টেস্টে সেঞ্চুরি এবং পাঁচ উইকেট—এ যেন স্বপ্নের চেয়েও বেশি কিছু। আর সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিলেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারের সেরা টেস্ট ইনিংস খেলার পর বল হাতেও ছড়ালেন জাদু। তার অলরাউন্ড পারফরম্যান্সেই চট্টগ্রাম টেস্টে ইনিংস ও ১০৬ রানের বড় জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ।

বুধবার ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। সেখান থেকে সব কয়টি উইকেট হারিয়ে ৪৪৪ রান করে টাইগাররা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২০ রান করেন সাদমান ইসলাম। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১০৪ রান করেন মিরাজ।

বড় লিড মাথায় নিয়ে ব্যাট করতে নেমে চাপেই যেন শেষ জিম্বাবুয়ের টপ অর্ডার! বাংলাদেশের হয়ে বল হাতে ইনিংস ওপেন করেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া এই বাঁহাতি স্পিনারেই নতুন বলে ভরসা রাখেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদানও দিয়েছেন তাইজুল।

ইনিংসের ৭ম ওভারেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন তাইজুল। এই স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে ডিফেন্স করার চেষ্টা করেন ব্রায়ান বেনেট। তবে আউট সাইড এজে বল চলে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে দাঁড়িয়ে থাকা সাদমান ইসলাম সহজেই তালুবন্দি করেন। ৬ রান করে এই ওপেনার ফেরায় ৮ রানেই ভাঙে উদ্বোধনী জুটি।

দুই বল পর আবারো আঘাত হানেন তাইজুল। এবার তার শিকার হন নিক ওয়েলচ। এই টপঅর্ডার ব্যাটারকে রীতিমতো বোকা বানান তাইজুল। লেগ বিফোরের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ, তাতে সিদ্ধান্ত বদলে যায়। ২ বল খেলে ডাক মারেন ওয়েলচ।

১১তম ওভারে আক্রমণে এসে উইকেটের দেখা পান নাঈম ইসলাম। ১৭ বল খেলে ৭ রানের বেশি করতে পারেননি অভিজ্ঞ ব্যাটার উইলিয়ামস। তিনি দ্রুত ফেরায় ২২ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পরে জিম্বাবুয়ে। এরপর ক্রেগ আরভিন ও বেন কারান মিলে দলকে সামনের দিকে নেওয়ার চেষ্টা করেন। এই জুটি ভেঙে দেন মিরাজ। আরভিনকে বোল্ড করেন মিরাজ। একই ওভারের শেষ বলে ওয়েসলি মাদেভারেকেও সাজঘরে পাঠান এই অফ স্পিনার। 

সময় যাওয়ার সাথে সাথে বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকেন মিরাজ। ওয়েলিংটন মাসাকাদজা এবং বেন কারানকে সাজঘরে ফিরিয়ে ইনিংসে ফাইফার পূরণ করেন তিনি। সেই সাথে তৃতীয় বাংলাদেশি হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও ফাইফারের কৃতিত্ব দেখান এই অলরাউন্ডার। বিকেলের দিকে বোলিংয়ে এসে রিচার্ড এনগারাভাকে ফেরান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। শেষ ব্যাটার হিসেবে রান আউট হন মাসাকেসা। 

ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন তাইজুল। আর মিরাজ পেয়েছেন ৫ উইকেট। এ ছাড়া নাঈম হাসান ৩ উইকেট তুলে নেন।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top