পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র, কিংবদন্তির পথে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ মে ২০২৫, ১৬:৪৫

বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর পথেই হাঁটছেন তার পুত্র। ১৪ বছর বয়সেই পর্তুগালের জাতীয় ফুটবলে নিজের যাত্রা শুরু করলেন ক্রিস্টিয়ানো জুনিয়র। প্রথমবারের মতো তিনি ডাক পেয়েছেন পর্তুগালের অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে। ফুটবলবিশ্ব দেখছে, আরেক ‘রোনালদো’ ধীরে ধীরে গড়ে উঠছে।
আগামী জুনে ১৫ বছর পূর্ণ হবে রোনালদোর ছেলে। তার আগেই দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করার সুযোগ পেল ফুটবল জুনিয়র রোনালদো। চলতি মাসের ১৩ থেকে ১৫মে ক্রোয়েশিয়ায় হতে যাওয়া ভ্লাতকো মারকোভিচ ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগালের কোচ জোয়াও সান্তোস। সেই দলে জায়গা করে নিলেন ১৪ বছর বয়সী এই স্ট্রাইকার।
রোনালদো যখন সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে মাঠ কাঁপাচ্ছিলেন, তখন ক্লাবটির বয়স ভিত্তিক দলের হয়ে নিজের প্রতিভার জানান দিচ্ছিলেন ক্রিস্টিয়ানো জুনিয়র। তার পারফরম্যান্স দেখে কোচ সান্তোসের মন কাড়ে। তাই পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাকও পেয়ে গেলেন তিনি।
এদিকে ছেলের এই সাফল্যে দারুণ উচ্ছ্বসিত ক্রিস্টিয়ানো রোনালদো নিজে। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, “আমি তোমাকে নিয়ে গর্বিত, বাবা।” এর আগেও রোনালদো বলেছিলেন, একদিন ছেলের সঙ্গে মাঠে নামার স্বপ্ন দেখেন তিনি, আমি স্বপ্নে ঘুম হারাচ্ছি না, তবে যদি একসঙ্গে খেলতে পারি, সেটা হবে দারুণ এক মুহূর্ত।
সাবেক ও বর্তমান রোনালদোর মাঝে এই সম্পর্ক শুধু রক্তের নয়, এখন ফুটবলীয় উত্তরাধিকারেও। জুনিয়রের সামনে এখন উন্মুক্ত সম্ভাবনার দরজা, আর সময়ই বলে দেবে—সে ঠিক কতটা পা রাখতে পারবে বাবার কিংবদন্তির পথে। টুর্নামেন্টে মাত্র ৪টি ম্যাচ খেলবে পর্তুগালে জুনিয়র দল। এই দলে সুযোগ পেয়ে ক্রিস্টিয়ানো জুনিয়র কেমন খেলেন সেটাই এখন দেখার পালা। ফুটবলবিশ্বের নজর এখন তার দিকেই—বাবার মতোই কি ছেলেও হয়ে উঠবেন মাঠের আরেক তারকা?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।