গ্রামীণফোনকে হারিয়ে চ্যাম্পিয়ন রবি
Nasir Uddin | প্রকাশিত: ১৫ মে ২০২৫, ১৭:৫৫

এমএনসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর ফাইনালে গ্রামীণফোনকে ৪৪ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে রবি আজিয়াটা লিমিটেড। বুধবার সান্ধ্য ম্যাচে বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতেও মাঠের লড়াইয়ে হেরেছে দেশের শীর্ষ অপারেটরটির ক্রিকেটাররা। বসুন্ধরা স্পোর্টস সিটির আয়োজনে এমএনসি চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট উৎসবের এ উদ্যোগ নেওয়া হয়। টুর্নামেন্টের সহযোগিতায় ছিল গোল্ড জিম বাংলাদেশ।
প্রথমে ব্যাট হাতে মাত্র ৩ ইউকেট খুইয়ে অন্তু-সুমনের আগ্রাসী ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে গ্রামীণফোনের সামনে ২২০ রানের টার্গেট ছুড়ে দেয় রবি। এর মধ্যে হার না মানা ৬৫ বলে ১২৩ রান করেন রবি’র জামিউল হক অন্তু। তাকে সঙ্গ দিয়ে অনবদ্য ব্যাটিং করেন লাতিফুল বারী সুমন। ২৭ বল খেলে তার সংগ্রহ ৪৯।
যদিও দলীয় ২৫ এবং ব্যক্তিগত ৪ রানে সাজ ঘরের পথ ধরেন সাকিব। সাঈদের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। ৭ দশমিক ৩ ওভারে দলীয় ৫৯ রানে আহসানের বলে বোল্ড হয়ে ফিরে যান মুবিন (০৯)। ১১ রান করে ফিরে যান রঙ্গনও।
জবাবে শুরু থেকে ভালো করলেও সুবিধা করতে পারেনি গ্রামীণফোন। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৭৫ রান তুলতেই শেষ হয় গ্রামীণফোনের ইনিংস। তাতে ৪৪ রানে হেরে যায় গ্রামীণফোন। ম্যাচসেরা হন রবির জামিউল হক অন্তু।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা স্পোর্টস সিটির হেড অব অপারেশন ফুয়াদ বিন সাজ্জাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করপোরেট লিজেন্ড ও টুর্নামেন্ট অ্যাডভাইজার শেহজাদ মুনিম।
এ ছাড়া গ্রামীণফোনের সিএফও অটো মাগনে রিসব্যাক, রবি আজিয়াটার হেড অব এফএএমআর মোহাম্মদ মহিউদ্দিন রিয়াদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে দুই দলের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে খেলে রবি। তবে দলীয় ২৫ এবং ব্যক্তিগত ৪ রানে সাজ ঘরের পথ ধরেন সাকিব। সাঈদের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি।
৭ দশমিক ৩ ওভারে দলীয় ৫৯ রানে আহসানের বলে বোল্ড হয়ে ফিরে যান মুবিন (০৯)। ১১ রান করে ফিরে যান রঙ্গনও। এরপর দলকে বড় সংগ্রহ এনে দেন অন্তু সুমন জুটি। জামিউল হক অন্তু অপরাজিত ১২২ এবং সুমন ৪৮ রানের ইনিংসে দলের স্কোর দাঁড়ায় ২১৯।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।