শেষমুহূর্তের গোলে রিয়ালের জয়

Nasir Uddin | প্রকাশিত: ১৫ মে ২০২৫, ১৮:০৪

ছবি: এএফপি

মায়োর্কার কাছে রিয়াল মাদ্রিদ হারলেই গতকাল রাতে শিরোপা উৎসব করতে পারতো বার্সেলোনা। শুরুতে গোল হজম করে লস ব্লাঙ্কোস তেমন আভাসও দিচ্ছিল। কিন্তু রিয়াল মাদ্রিদের তরুণ খেলোয়াড় জাকোবো রামোন তুলে আনলেন নাটকীয় এক মোড়। যোগ করা সময়ের ৯৫তম মিনিটে তার করা গোলে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে বার্সার শিরোপা ঘরে তোলার অপেক্ষা আরও অন্তত একদিন বাড়িয়ে দিল রিয়াল।

এই জয়ে রিয়াল মাদ্রিদ কাতালান জায়ান্টদের সঙ্গে পয়েন্ট ব্যবধান নামিয়ে এনেছে চারে। অবশ্য বার্সার পরের ম্যাচ এস্পানিওলের সঙ্গে। ওই ম্যাচ জিতলে শিরোপা ঘরে তুলবে ইয়ামালরা।

বুধবার (১৪ মে) দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাবেউতে এই নাটকীয় ম্যাচে শেষ মিনিটে জয় এনে দেন রিয়ালের তরুণ ডিফেন্ডার ইয়াকোবো রামোন।

রিয়াল দলে এই ম্যাচে অনেক তারকাই ছিলেন না। ভিনিসিয়ুস জুনিয়র এবং রদ্রিগোসহ বেশ কয়েকজন খেলোয়াড় চোটে পড়েছেন। তারপরও রিয়াল শুরু থেকেই গোলের জন্য চাপ তৈরি করে। তরুণ ফরোয়ার্ড এমবাপে এবং ইংলিশ জুড বেলিংহ্যাম বেশ কয়েকবার চেষ্টা করেন, তবে মায়োর্কার গোলকিপার লেও রোমান দুর্দান্ত সেভ করেন।

পরে ৬৮ মিনিটে অবশেষে গোল পান কিলিয়ান এমবাপে। তিন মায়োর্কা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে নিচু শটে বল জালে জড়িয়ে দেন। এটি ছিল মৌসুমে তার ৪০তম গোল।

তবে তখনই দৃশ্যপটে চলে আসেন রিয়ালের ২০ বছর বয়সী ডিফেন্ডার ইয়াকোবো রামোন। বল পেয়ে মায়োর্কার ডিফেন্ডারদের হালকা দ্বিধার সুযোগ নেন এবং উঁচু শটে বল গোলরক্ষক রোমানের মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে দেন। ম্যাচের সময় তখন ৯৫ মিনিট। রিয়ালের জয় নিশ্চিত হয়ে যায় তখনই। তাতে বার্সার অপেক্ষা বাড়ে আরও এক দিনের জন্য।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top