৫৪তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায়

পাটগ্রাম উপজেলা চ্যাম্পিয়ন ইসলামী আদর্শ বিদ্যানিকেতন

এফ আই রানা | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ০৯:৩৭

ছবি: সংগৃহীত

৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ এ পাটগ্রাম উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি ) সকাল ১১টায় পাটগ্রাম সাহেবডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে পাটগ্রাম (এপি) সিনিয়র মাদ্রাসা। নির্ধারিত ৭ ওভারে তারা ৪ উইকেট হারিয়ে ৫৮ রান সংগ্রহ করে।

জবাবে ৫৯ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়। সাহাবী ও রাদের দুর্দান্ত ব্যাটিং জুটিতে দলটি মাত্র ৪ ওভার ৩ বলেই লক্ষ্য পূরণ করে নেয়। এতে করে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় লাভ করে তারা এবং উপজেলা চ্যাম্পিয়নের শিরোপা নিজেদের করে নেয়।

উল্লেখ্য, ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় এর আগেও জেলা ও বিভাগীয় পর্যায়ে ক্রিকেটে উল্লেখযোগ্য সাফল্য ও কৃতিত্ব দেখিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top