রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
মোটরসাইকেলে একসাথে বেড়ে ওঠা দুই ছাত্রের শেষ যাত্রা; জানাজা ও দাফন সম্পন্ন
চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ১২:৪৮
দুই বন্ধু, যারা একই সঙ্গে পড়াশোনা, খেলাধুলা ও আনন্দ ভাগ করে বেড়ে উঠেছিল, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার চারাবটতল তক্তারপুল এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন।
নিহতরা হলেন দক্ষিণ রাজানগর ইউনিয়নের আবিদপাড়া এলাকার কামাল ভান্ডারীর ছেলে আবু সুফিয়ান আরমান (১৮)। তিনি নবম শ্রেণিতে পড়তেন স্থানীয় হজরত শাহ সূফি ছালেহ আহমদ সুন্নিয়া মাদ্রাসায়। লালানগর ইউনিয়নের আলমশাহ পাড়ার হাজি বাড়ি এলাকার মো. আকিব (১৬), পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান। সে রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টায় উত্তর রাঙ্গুনিয়ার হাজি পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে দুই বন্ধুর জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তাদের পাশাপাশি কবরস্থ করা হয়। শোকের এই ঘটনায় রাঙ্গুনিয়াজুড়ে সামাজিক ও পারিবারিকভাবে শোকের মাতম চলছে।
নিহত আবু সুফিয়ান আরমান দুর্ঘটনার কয়েক দিন আগে ফেসবুকে লিখেছিলেন: “আমার দেখা এই মাসের মধ্যে, পাশের এবং আমাদের এলাকায় প্রায় ২৫ থেকে ৩০ জন মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ তাদের জান্নাত নসিব করুন। যারা দেশে এবং প্রবাসে আছে সবাইকে হেফাজত করুন। একটাই চাওয়া, আল্লাহ আমাদের ইমানের সঙ্গে মৃত্যু দিও।”
নিহতের পরিবারের সদস্যরা জানান, আকিব মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং আরমান পেছনে বসে ছিলেন। শৈশবের বন্ধুত্ব তাদের শেষ যাত্রাতেও ফুটে উঠেছে। আরমানের সেই ফেসবুক পোস্ট এখন পরিবার ও বন্ধুদের মধ্যে গভীর শোক ও নীরব কান্নার প্রতীক হয়ে উঠেছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরমান হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।