মেহেরপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ ক্যাসিনো সম্রাট আটক
মেহেরপুর প্রতিনিধি | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ১২:৫৪
মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে সেনাবাহিনী বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ‘ক্যাসিনো সম্রাট’ খ্যাত বিল্লাল হোসেন কটা (৪২)কে আটক করেছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোররাত সাড়ে ৫টার দিকে মুজিবনগরের যতারপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন মেজর এম এ এন রওশন আলমের নেতৃত্বে মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পের একটি টহল দল। অভিযানকালে বিল্লালের শয়নকক্ষের ওয়ারড্রবের ভেতর থেকে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন কটা একই গ্রামের মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে। তিনি একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং, ক্যাসিনো ব্যবসা এবং চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
উদ্ধারকৃত আলামতসহ কটার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।