ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না গেলে কী শাস্তি পেতে পারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১১:১০

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ জানালেও আপাতত বাংলাদেশের সূচিতে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে তাদের কাছে এখনো কোনো নির্দিষ্ট বা কার্যকর হুমকির তথ্য নেই।

অনলাইনে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আবারও নিরাপত্তা উদ্বেগের বিষয়টি তোলা হয়। তবে আইসিসি স্পষ্ট করে জানিয়ে দেয়, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো ঝুঁকির মূল্যায়ন তাদের কাছে নেই। একই সঙ্গে জানানো হয়, নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে।

আইসিসির এমন অবস্থানের পর ক্রীড়াঙ্গনে প্রশ্ন উঠেছে—আইসিসির সিদ্ধান্ত উপেক্ষা করে শেষ পর্যন্ত বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলে, তাহলে কী হতে পারে?

ক্রিকেট সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশ ভারতে না গেলে প্রতিটি ম্যাচে তাদের ‘ওয়াকওভার’ দেওয়া হবে। অর্থাৎ, বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলোকে স্বয়ংক্রিয়ভাবে জয়ী ঘোষণা করা হবে এবং বাংলাদেশ কোনো পয়েন্ট পাবে না। পাশাপাশি ভবিষ্যতে আইসিসির কাছ থেকে বড় ধরনের শাস্তির মুখে পড়ার আশঙ্কাও রয়েছে, যার মধ্যে আর্থিক জরিমানা কিংবা টুর্নামেন্ট সংক্রান্ত নিষেধাজ্ঞাও থাকতে পারে।

এর আগে গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত বিসিবির জরুরি বোর্ডসভা শেষে আনুষ্ঠানিকভাবে আইসিসিকে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছিল, খেলোয়াড়, দলীয় কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে আয়োজন করা হয়। তবে আপাতত সেই অনুরোধে সাড়া দেয়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অনুরোধ বিবেচনায় নিলেও সূচি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি আইসিসি।

সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনসে। সেখানে ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে নির্ধারিত রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top