শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

আইপিএল বিতর্কের মাঝেই রহস্যময় পোস্ট মুস্তাফিজের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৫:১১

সংগৃহীত

আইপিএল থেকে শেষ মুহূর্তে বাদ পড়ার ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। আসন্ন আইপিএল মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও বিসিসিআইয়ের নির্দেশে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তাঁকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। এই সিদ্ধান্তকে ঘিরে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক নতুন করে আলোচনার মুখে পড়ে। বিষয়টি দুই দেশের ক্রিকেট বোর্ড ছাড়িয়ে সরকারি পর্যায়েও পৌঁছায়।

তবে মাঠের বাইরের এই বিতর্ক মুস্তাফিজের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলেনি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন এই বাঁহাতি পেসার। নতুন বল ও ডেথ ওভারে সমান কার্যকর মুস্তাফিজ নিয়মিত উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রাখছেন। তাঁর ধারাবাহিক বোলিংয়েই টুর্নামেন্টে শক্ত অবস্থান ধরে রেখেছে রংপুর।

এই পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় পোস্ট করেন মুস্তাফিজ। হোটেলের ছাদে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করছি।’ ছোট্ট এই পোস্ট ঘিরে শুরু হয় নানা জল্পনা। অনেকের মতে, টানটান পরিস্থিতির মধ্যেও নিজেকে শান্ত ও স্থির রাখার বার্তাই দিতে চেয়েছেন এই পেসার।

এর আগের রাতেও আরেকটি পোস্টে মুস্তাফিজ লিখেছিলেন, ‘চোখ মাঠে, মন জয়ের দিকে।’ এই বক্তব্যে স্পষ্ট, সব বিতর্কের জবাব তিনি দিতে চান মাঠের পারফরম্যান্স দিয়েই।

রংপুর রাইডার্স আপাতত সংক্ষিপ্ত বিরতিতে রয়েছে। আগামী ৯ জানুয়ারির আগে মাঠে নামতে হচ্ছে না দলটির ক্রিকেটারদের। এই সময়টায় প্রকৃতির মাঝে সময় কাটিয়ে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছেন মুস্তাফিজ—এমনটাই মনে করছেন ক্রিকেট মহল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top