বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ১৯:১৩

সংগৃহীত

হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগ তুলে বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। দেবযাণী সিং নামের এক আইন শিক্ষার্থীর করা ওই আবেদনকে ‘যুক্তিহীন’ ও ‘তুচ্ছ’ বলে মন্তব্য করেন আদালত। ভারতের আইন আদালত বিষয়ক সংবাদ পোর্টাল বার অ্যান্ড বেঞ্চ এ মামলার বিস্তারিত জানিয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) প্রধান বিচারপতি দেভেন্দ্র কুমার উপাধ্যায়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ মামলাটি শুনে তাৎক্ষণিকভাবে আবেদন খারিজ করে দেয়। শুনানির সময় আদালত প্রশ্ন তোলে, “এটা কী ধরনের আবেদন?” এবং কেন এমন একটি তুচ্ছ রিট করা হয়েছে, সে বিষয়েও আবেদনকারীকে প্রশ্ন করেন বিচারপতিরা।

আবেদনে দাবি করা হয়েছিল, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত যেন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে অংশ নিতে না দেওয়া হয়। এ মামলায় ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই), আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পক্ষভুক্ত করা হয়েছিল।

আদালত স্পষ্টভাবে বলেন, কোনো আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন বা তাতে অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ, আইসিসি বা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেওয়ার এখতিয়ার আদালতের নেই। একই সঙ্গে বিচারপতিরা মন্তব্য করেন, অন্য একটি দেশের সঙ্গে ভারতের সরকার কী ধরনের কূটনৈতিক সম্পর্ক রাখবে, সে বিষয়েও আদালত কোনো নির্দেশ দিতে পারে না।

বার অ্যান্ড বেঞ্চ–এর প্রতিবেদনে বলা হয়, শুনানির সময় বিচারপতিরা প্রশ্ন করেন, “আপনি কি চাইছেন আমরা বাংলাদেশে গিয়ে তদন্ত চালাই? আমাদের নির্দেশ কি সেখানে পৌঁছাবে?”

মামলার শুনানি চলাকালে আদালত আবেদনকারী দেবযাণী সিংয়ের ওপর বড় অঙ্কের অর্থদণ্ড আরোপের কথাও বিবেচনা করেন। প্রধান বিচারপতি বলেন, এ ধরনের মামলা দায়েরের জন্য এমন আর্থিক দণ্ড দেওয়া হবে, যাতে অন্যরা শিক্ষা নেয়।

তবে শেষ পর্যন্ত মামলাকারী শাস্তি থেকে রেহাই পান। তার আইনজীবী আদালতকে আবেদন প্রত্যাহারের কথা জানালে আদালত মামলাটি খারিজ করে দেয় এবং কোনো আর্থিক দণ্ড আরোপ করা হয়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top