নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড গড়ছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৯:২০
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ। চার ম্যাচে চারটিতেই জয় পেয়ে লাল-সবুজের প্রতিনিধিরা ধারাবাহিক সফলতার নজির স্থাপন করেছে। দলের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও ছড়িয়ে পড়েছে ঔজ্জ্বল্য, যা এবার আইসিসির র্যাঙ্কিংয়ে প্রতিফলিত হয়েছে।
সর্বশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ অনায়াস জয় পেয়েছে। সেই ম্যাচে ফিফটি করেন শারমিন আক্তার। এই ইনিংসের ফলে তিনি টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক লাফে ২২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থান ৩৫তম স্থানে পৌঁছেছেন।
অভিজ্ঞ শারমিনের সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেছেন দিলারা আক্তার। নামিবিয়ার বিপক্ষে ২৫ রান ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩৫ রানের ইনিংস খেলার পর তিনি ৩৩ ধাপ এগিয়ে যৌথভাবে ৭০তম স্থানে পৌঁছেছেন।
র্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে সোবহানা মোস্তারিরও। শেষ দুই ম্যাচে ২৭ ও ৩০ রান করার পর তিনি ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ৫২তম স্থানে অবস্থান করছেন। এছাড়া ১৭ ধাপ এগিয়ে ৮৩তম স্থানে পৌঁছেছেন স্বর্ণা আক্তার।
বোলারদের মধ্যে ফাহিমা খাতুন নামিবিয়ার বিপক্ষে ৩ উইকেট নেয়ার পর ৬ ধাপ উন্নতি করে ৩০তম স্থানে অবস্থান করছেন। একইসঙ্গে চার উইকেট নেওয়া সানজিদা আক্তার মেঘলা ৬ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে। রাবেয়া খান, যিনি নামিবিয়ার বিপক্ষে ৩টি এবং আয়ারল্যান্ডের সঙ্গে ১টি উইকেট নিয়েছেন, ১৪তম স্থানে এক ধাপ এগিয়েছেন।
দল ও ব্যক্তিগতভাবে বাংলাদেশের নারী ক্রিকেটের র্যাঙ্কিংয়ে এই অগ্রগতি বিশ্বকাপে টাইগ্রেসদের শক্ত অবস্থান ও ধারাবাহিক সাফল্যের প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।