মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

জামায়াতের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেননি: তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৯:২২

সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান বুধবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দিয়ে প্রশ্ন তুলেছেন, চারদলীয় জোট সরকার যদি সত্যিই দুর্নীতিগ্রস্ত ছিল, তাহলে জামায়াতের দুই শীর্ষ নেতা কেন পদত্যাগ করেননি।

তারেক রহমান বলেন, “২০০১-২০০৬ মেয়াদে ওই দুইজন সদস্য বিএনপির সরকারের অংশ ছিলেন। যদি বিএনপি এতই খারাপ হত, তাহলে কেন তারা পদত্যাগ করে চলে আসেননি? কারণ তারা ভালো জানত, খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছিলেন। আজ যে দল বিএনপিকে দোষারোপ করছে, তাদের ওই দুই সদস্য সরকারে ছিলেন—এটাই প্রমাণ করে তারা নিজেদের মানুষ সম্পর্কেও মিথ্যা বলছে।”

তিনি আরও বলেন, “সব আন্তর্জাতিক পরিসংখ্যানই বলে, খালেদা জিয়ার সময় দেশের দুর্নীতির মাত্রা ছিল সবচেয়ে নিচে। ২০০১ সালে যখন বিএনপি ক্ষমতায় আসে, বাংলাদেশ ধীরে ধীরে দুর্নীতির করাল গ্রাস থেকে বের হতে শুরু করে।”

এর আগে দুপুরে সড়ক পথে ময়মনসিংহে পৌঁছান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান। এই সফর ২০০৩ সালের পর প্রথমবারের মতো তার ময়মনসিংহ সফর।

উল্লেখ্য, ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে কৃষিমন্ত্রী ছিলেন জামায়াতে ইসলামের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top