প্রথম বার জুটি বাঁধছেন মেহজাবীন-প্রীতম হাসান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৮:৩৯
কিছু মানুষ আছেন, যাদের সুরে দেশ নড়ে—নাচে, গায়, উৎসবে ভাসে। সেই তালিকায় প্রীতম হাসান প্রথম সারির নাম। গান দিয়ে দীর্ঘদিন ধরেই দর্শক-শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী ধীরে ধীরে অভিনয়েও নিজের আলাদা পরিচয় গড়ে তুলছেন। আর ঠিক জন্মদিনেই এলো তার ক্যারিয়ারের নতুন ও ভিন্ন এক অধ্যায়ের খবর।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রীতম হাসানের জন্মদিন। আর এই বিশেষ দিনেই জানা গেল, তিনি অভিনয় শুরু করেছেন চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’-এ। শিহাব শাহীন পরিচালিত এই সিরিজে তার সহশিল্পী হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এই সিরিজের মাধ্যমেই প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে দেখা যাবে মেহজাবীন-প্রীতম জুটিকে।তবে ‘ক্যাকটাস’-এ প্রীতম হাসানকে দেখা যাবে একেবারে ভিন্ন রূপে। নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন,
“আমার চরিত্রটি দক্ষ, তীক্ষ্ণ, ক্ষিপ্র—একই সঙ্গে পথভ্রষ্ট।”এর বেশি কিছু জানাতে নারাজ তিনি, রেখে দিলেন রহস্য।
অন্যদিকে কাজ বাছাইয়ে বরাবরই সচেতন মেহজাবীন চৌধুরী। ‘ক্যাকটাস’-এ যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন,
“যেভাবে কাজ কমিয়ে দিয়েছি, নতুন কোনো কাজে যথেষ্ট চমক বা চ্যালেঞ্জ না থাকলে আমি যুক্ত হই না। আমার মনে হয়েছে, এই চরিত্রটা ছেড়ে দেওয়া উচিত হবে না। হতে পারে, এমন চরিত্র আমি আর কখনো পাব না।”
মেহজাবীনের চরিত্র নিয়েও রহস্য রাখতে চান নির্মাতা শিহাব শাহীন। তিনি জানান, এই চরিত্রের জন্য প্রয়োজন ছিল একজন পরীক্ষিত ও প্রমাণিত অভিনেত্রী।
“চরিত্রটিতে একাধিক লেয়ার আছে। আমার প্রত্যাশা থাকবে, মেহজাবীন সেই লেয়ারগুলো জীবন্ত করে তুলবেন,” বলেন তিনি।
নির্মাতার ওপর নিজের আস্থার কথাও জানিয়েছেন মেহজাবীন। তার ভাষায়,
“আমি শিহাব শাহীনের কাজের ভক্ত। তার পরিচালনায় আগেও কাজ করেছি। তার কাজের ধরন জানি, তাই মনে হচ্ছে এই সিরিজটি আমি দারুণভাবে উপভোগ করব।”
সিরিজটি নিয়ে বড় প্রত্যাশার কথা জানিয়েছেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। তিনি বলেন,
“শিহাব শাহীন মরীচিকা, সিন্ডিকেট, অ্যালেন স্বপন-এর মতো থ্রিলার দিয়ে দর্শকদের চমকে দিয়েছেন। ‘ক্যাকটাস’ও এর ব্যতিক্রম হবে না। বরং আরও বড় পরিসরের গল্প নিয়ে আমরা কাজ করছি, যেখানে নির্মাণের দিক থেকে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে।”
গান থেকে অভিনয়—প্রীতম হাসানের এই নতুন যাত্রা এবং মেহজাবীনের শক্তিশালী উপস্থিতি মিলিয়ে ‘ক্যাকটাস’ যে দর্শকদের জন্য বাড়তি কৌতূহল তৈরি করছে, তা বলাই বাহুল্য।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।