মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

১০ বছর পর ফ্রেঞ্চ লিগের শিরোপা জিতল লিলে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২১, ১৬:১০

১০ বছর পর ফ্রেঞ্চ লিগের শিরোপা জিতল লিলে

পিএসজিকে হতাশ করে ১০ বছর পর ফরাসি লিগ ওয়ানে শিরোপা জিতেছে লিল। রোববার শেষ রাউন্ডের ম্যাচে অঁজিকে তাদেরই মাঠে ২–১ গোলে হারিয়ে ফ্রেঞ্চ লিগের মুটুক পড়ল দলটি। সবমিলে এটি তাদের চতুর্থ শিরোপা।

টানা তিনবার ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা ঘরে তুলে লিগটা অনেকটা একমুখী করে ফেলেছিল পিএসজি। এবার তাদের তিন মৌসুমের রাজত্বে হানা দিয়ে ১০ বছর পর লিগ ওয়ানের শিরোপা ঘরে তুলে নিল লিলে। শেষবার ২০১০/১১ মৌসুমে ঘরোয়া লিগের শিরোপা জিতেছিল লিলে।

আগের তিন মৌসুমের চ্যাম্পিয়ন পিএসজি লিলের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থেকে শিরোপা হারিয়েছে। শেষ রাউন্ডে তারাও জিতেছে। ব্রেস্তকে তারা হারিয়েছে ২–০ গোলে। তবে লিল পয়েন্ট হারালে তারা শিরোপা পেত। কিন্তু তেমন নাটকীয় কিছু হয়নি। লিলের জয়ের ম্যাচে গোল করেন কানাডার ফরোয়ার্ড জোনাথন ডেভিড ও তুর্কি ফরোয়ার্ড বুরাক ইলমাজ।

গতকাল রাতে অনুষ্ঠিত হওয়া ম্যাচটির দশম মিনিটে জোনাথন ডেভিডের গোলে এগিয়ে যায় লিল। বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করে লিলে। বুরাক ইলমাজের গোলে দুই গোলে এগিয়ে যায় তারা।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে ফুলগিনি ব্যবধান কমালে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত অবশ্য লিলের জন্য সেটা আর বিপদ হয়নি। এর আগে ১৯৪৫-৪৬, ১৯৫৩-৫৪ ও ২০১০-১১ মৌসুমে লিগ জেতা ক্লাবটির এটি এই আসরের চতুর্থ শিরোপা।

৩৮ ম্যাচে ২৪ জয় ও ১১ ড্রয়ে ৮৩ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল লিল। আর ২৬ জয় ও ৪ ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে শেষ করল পিএসজি।

চ্যাম্পিয়ন লিলের সঙ্গে আগামী মৌসুমে চ্যাম্পিয়্ন্স লিগে খেলবে পিএসজি। আর মোনাকো খেলবে ইউরোপ বাছাইপর্বে। ইউরোপা লিগে খেলবে চতুর্থ ও পঞ্চম হওয়া দুই দল লিওঁ ও মার্সেই।

এনএফ৭১/আরএইচ/২০২১

 



পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top