মাইক্রোসফটের সতর্কবার্তা
জানুয়ারি নিরাপত্তা হালনাগাদের পরে কিছু উইন্ডোজ পিসি বন্ধ হচ্ছে না
তথ্য প্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৬, ১০:২৮
মাইক্রোসফট জানিয়েছে, জানুয়ারি ২০২৬-এর নিরাপত্তা হালনাগাদ ইনস্টল করার পর কিছু উইন্ডোজ ১১ পিসি স্বাভাবিকভাবে বন্ধ হচ্ছে না। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ২৩এইচ২ সংস্করণে সিস্টেম গার্ড সিকিউর লঞ্চ সক্রিয় থাকা নির্দিষ্ট কিছু যন্ত্র এই সমস্যার শিকার হচ্ছে।
আক্রান্ত পিসিগুলো বন্ধ বা হাইবারনেশনে যাওয়ার পরিবর্তে স্বয়ংক্রিয়ভাবে আবার চালু হয়ে যাচ্ছে। ফলে ব্যবহারকারীরা নির্ধারিত নিয়মে যন্ত্র বন্ধ করতে পারছেন না।
সিস্টেম গার্ড সিকিউর লঞ্চ হলো উইন্ডোজের একটি নিরাপত্তা ফিচার, যা কম্পিউটার চালুর সময় ফার্মওয়্যার পর্যায়ের আক্রমণ ও রুটকিটের মতো ক্ষতিকর ম্যালওয়্যার থেকে সিস্টেমকে সুরক্ষা দেয়। তবে এই সমস্যা কেবল উইন্ডোজ ১১–এর এন্টারপ্রাইজ ও আইওটি সংস্করণে দেখা যাচ্ছে। বিশেষ করে যেসব ডিভাইসে কেবি৫০৭৩৪৫৫ নম্বরের সমন্বিত নিরাপত্তা আপডেট ইনস্টল করা হয়েছে, সেগুলোই এই ত্রুটির শিকার। সাধারণ ব্যবহারকারীদের এই হালনাগাদ প্রযোজ্য নয়।
মাইক্রোসফট জানিয়েছে, সমস্যা স্থায়ীভাবে সমাধান না হওয়া পর্যন্ত আক্রান্ত ব্যবহারকারীরা কম্যান্ড প্রম্পট ব্যবহার করে ডিভাইস বন্ধ করতে পারবেন। তবে যেসব সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে হাইবারনেশনের জন্য কনফিগার করা, সেগুলোর জন্য আপাতত কোনো বিকল্প সমাধান নেই। ব্যবহারকারীদের সব কাজ সংরক্ষণ করে যন্ত্র বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে, না হলে ব্যাটারি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, জানুয়ারি ২০২৬-এর আরেকটি নিরাপত্তা হালনাগাদ কেবি৫০৭৪১০৯ ইনস্টল করার পর ক্লাউড পিসিতে রিমোট ডেস্কটপ সংযোগ সমস্যা ও পরিচয় যাচাই–সংক্রান্ত ত্রুটি দেখা দিচ্ছে। এর আগে মাইক্রোসফট জানায়, কিছু নিরাপত্তা সফটওয়্যার ভুলভাবে উইন্ডোজের গুরুত্বপূর্ণ সিস্টেম উপাদানকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করছিল।
সূত্র: ব্লিপিং কম্পিউটার
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।