নওগাঁয় মাঝারি শৈত্যপ্রবাহ, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫৯
মাঝারি শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে নওগাঁ। বুধবার (৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা চলতি বছরে এখন পর্যন্ত সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
এর আগে মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ৬টার দিকে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ ডিগ্রি সেলসিয়াস।
জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, কুয়াশার ঘনত্ব তুলনামূলক কম থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কয়েক গুণ বেড়ে গেছে। এতে সকাল থেকেই শহর ও গ্রামাঞ্চলে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। শীতের কারণে ব্যাহত হচ্ছে এ মৌসুমের ধান রোপণ কার্যক্রম। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ। গত তিন দিন ধরেই জেলাজুড়ে এমন বৈরী আবহাওয়া বিরাজ করছে।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, টানা তিন সপ্তাহ ধরে বৈরী আবহাওয়ার প্রভাব পড়ছে জনজীবনে। বুধবার সকাল ৬টায় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন। বর্তমানে জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস: মৃদু শৈত্যপ্রবাহ,৬.১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস: মাঝারি শৈত্যপ্রবাহ, ৪.১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস: তীব্র শৈত্যপ্রবাহ, ৪ ডিগ্রির নিচে: অতি তীব্র শৈত্যপ্রবাহ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।