মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

রুশ হামলায় কিয়েভে নিহতের সংখ্যা ২২৮

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২২, ২৩:৪৫

রুশ হামলায় কিয়েভে নিহতের সংখ্যা ২২৮

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাজধানী কিয়েভে ২২৮ জন নিহত হয়েছেন, যার মধ্যে চার শিশু রয়েছে। শনিবার (১৯ মার্চ) কিয়েভের শহর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কিয়েভের শহর প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার এ আগ্রাসনে আহত হয়েছেন আরো অন্তত ৯১২ জন।

রবিবার (২০ মার্চ) কিয়েভ শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তত্য জানিয়েছে রয়টার্স। তবে এই দাবি স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি বার্তাসংস্থাটি।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি বলেছেন, তার দেশের ওপর আক্রমণ করার জন্য ‘প্রজন্মের’ পর প্রজন্ম ধরে মূল্য দিতে হবে রাশিয়াকে।

শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট একটি ভিডিও বার্তায় ক্রেমলিনকে ইচ্ছাকৃতভাবে ‘একটি মানবিক বিপর্যয়’ তৈরি করার জন্য অভিযুক্ত করেছেন এবং রক্তপাত বন্ধ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার সাথে দেখা করার আবেদন করেছেন।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top