শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

বিমান উধাও, ৫ শিশু সহ নিখোঁজ ৪৯ জন—রাশিয়ায় আবারও বিমান ট্রাজেডি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ১৪:০০

ছবি: সংগৃহীত

রাশিয়ায় নিখোঁজ যাত্রীবাহী বিমান—আরো অর্ধশত মানুষের জীবনের শঙ্কা! রাশিয়ার পূর্বাঞ্চলে ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে একটি আঞ্চলিক ফ্লাইট রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে।

বৃহস্পতিবার, ২৪ জুলাই, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইনের Antonov An-24 বিমানটি আমুর অঞ্চলের টাইন্ডা শহর অভিমুখে যাচ্ছিল। স্থানীয় গভর্নর ভ্যাসিলি অরলভ জানিয়েছেন, প্রাথমিক তথ্য বলছে বিমানটিতে ৫ জন শিশু ছিল। খুঁজে পেতে মোতায়েন হয়েছে সব জরুরি বাহিনী।

কিন্তু অনুসন্ধান কাজ বাধাগ্রস্ত হচ্ছে—খারাপ আবহাওয়া আর দুর্গম বনভূমির কারণে। হেলিকপ্টার, ড্রোন এবং সামরিক বাহিনীর সহায়তায় চলছে তল্লাশি। An-24 মডেলটি আগেও দুর্ঘটনায় জড়িয়েছে। অনেকেই বলছে—পুরনো এই মডেলটি এখন ঝুঁকিপূর্ণ।

এখনো পাওয়া যায়নি কোনো ধ্বংসাবশেষ বা জীবিত আরোহী। রাশিয়ার ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। আর পুরো দেশ আজ দোয়া করছে—আরও একটি ট্রাজেডি যেন না ঘটে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top