মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

বিশ্বজুড়ে কভারেজ: শেখ হাসিনার রায় নিয়ে টান টান উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৫:১২

সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘিরে শুধু বাংলাদেশ নয়, নজর এখন আন্তর্জাতিক গণমাধ্যমেরও। বিশ্বের প্রধান সংবাদ মাধ্যমগুলো সরাসরি সম্প্রচার শুরু করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং কাতারভিত্তিক আল জাজিরা 'ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়' শিরোনামে লাইভ সম্প্রচার শুরু করেছে। তারা বাংলাদেশে নিরাপত্তা জোরদারের খবরও জানাচ্ছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, 'ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার রায়ের আগে বাংলাদেশে টান টান উত্তেজনা'। তারা ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও উল্লেখ করেছে।

বিশেষত ভারতীয় সংবাদ মাধ্যমে উৎকণ্ঠা চরম। এনডিটিভির শীর্ষ ৫টি খবরের ৪টিই এই রায় ঘিরে। 'দ্য হিন্দু' দিচ্ছে ক্ষণে ক্ষণের আপডেট, আর আনন্দবাজার পত্রিকায় এটি প্রধান সংবাদ।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে চলছে এই ঐতিহাসিক মামলার রায় ঘোষণা। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে এই প্রথম রায় বিশ্বজুড়ে সংবাদ শিরোনামে স্থান করে নিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top