মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

তুরস্কে প্রেসিডেন্টের সমালোচনায় সাংবাদিককে চার বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৬:০৯

সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শাসন নিয়ে মন্তব্য করার অভিযোগে প্রখ্যাত সাংবাদিক ফাতিহ আলতাইলিকে চার বছর দুই মাসের কারাদণ্ড দিয়েছে ইস্তানবুলের একটি আদালত। বুধবার (২৭ নভেম্বর) তুরস্কের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম টিআরটি এই খবর নিশ্চিত করেছে।

গত জুনে গ্রেপ্তার হওয়া আলতাইলির ইউটিউব চ্যানেলে ১৫ লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি এরদোয়ানের শাসন নিয়ে প্রশ্ন তোলেন এবং একটি জরিপের ফলাফলের উল্লেখ করে দাবি করেন, বেশিরভাগ তুর্কি নাগরিক প্রেসিডেন্টের আজীবন ক্ষমতায় থাকার বিপক্ষে।

বিবাদ তৈরি হয় যখন আলতাইলি অটোমান আমলের ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেন, তুর্কিরা কোনো শাসককে আর ক্ষমতায় দেখতে না চাইলে তাকে হত্যা বা ডুবিয়ে দিত। এরদোয়ানের সহকারী অকতাই সারাল এই মন্তব্যকে ‘বেপরোয়া’ হিসেবে অভিহিত করেন।

টিআরটির প্রতিবেদনে বলা হয়েছে, আদালত আলতাইলিকে ‘প্রেসিডেন্টকে হুমকি দেওয়া’ অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। শুনানিতে আলতাইলি দাবি করেন, তার উদ্দেশ্য হুমকি দেওয়া ছিল না এবং তিনি সাজা থেকে খালাস চাইছেন।

আলতাইলির আইনজীবী এবং তুর্কি বার অ্যাসোসিয়েশন ইউনিয়নের (টিবিবি) প্রধান এরিঞ্চ সাগকান এই রায়কে ‘সম্পূর্ণ অবৈধ’ এবং ‘মৌলিক স্বাধীনতার পরিপন্থি’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, আলতাইলি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top