মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

সিঙ্গাপুরে মাদক অভিযানে ১২ অভিবাসী গ্রেপ্তার, ১১ বাংলাদেশি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫, ১৮:২৯

সংগৃহীত

সিঙ্গাপুরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ১২ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ১১ জন বাংলাদেশি এবং একজন মিয়ানমার নাগরিক। এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সিঙ্গাপুরের উডল্যান্ডস এলাকায় একটি ডরমিটরিতে পরিচালিত অভিযানে সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (সিএনবি) মাদক সম্পর্কিত বিভিন্ন অভিযোগে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে ৩৪ বছর বয়সী এক বাংলাদেশিকে বিশেষভাবে মাদক পাচার ও মাদক সেবনের সন্দেহে আটক করা হয়েছে।

অভিযানে সিএনবির সঙ্গে হেলথ সায়েন্সেস অথরিটি, ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি, মিনিস্ট্রি অব ম্যানপাওয়ার এবং পুলিশ যৌথভাবে চার ঘণ্টা কাজ করেছে। অভিযানে একটি রুমে চার অভিবাসী শ্রমিককে হাতকড়া পরিয়ে বসানো হয়, তাদের ব্যাগ, পোশাক ও লাগেজ তল্লাশি করা হয়। পরবর্তীতে আরও কয়েকজনকে আটক করা হয় এবং সন্দেহজনক মাদক সামগ্রী যেমন গ্লাস বোতল, কাট স্ট্র ও রাবার টিউব জব্দ করা হয়।

সিএনবির এনফোর্সমেন্ট জে ডিভিশনের ডেপুটি কমান্ডিং অফিসার সুপারিনটেনডেন্ট জ্যান্থাস টং হিয়েং জি বলেন, “মাদক সিঙ্গাপুরের কোনো সম্প্রদায়, কর্মক্ষেত্র বা ডরমিটরিতে স্থান পাবে না। আমরা কঠোর অবস্থান বজায় রাখব।”

সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ সালে দেশে মোট ৩,১১৯ জন মাদক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, যা ২০২৩ সালের ৩,১২২ জনের সঙ্গে তুলনামূলকভাবে প্রায় সমান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top