খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৩:১৫
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতিসংঘ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে শোকবার্তায় বলা হয়, “ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতিসংঘ গভীরভাবে মর্মাহত। এই শোকাবহ মুহূর্তে জাতিসংঘ তার পরিবার, স্বজন ও ঘনিষ্ঠজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।” শোকবার্তায় বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতিও প্রকাশ করা হয়।
একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ইইউয়ের শোকবার্তায় বলা হয়েছে, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” চীনও বাংলাদেশে তার অবদানের প্রশংসা করে শোক প্রকাশ করেছে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও গুরুত্বের সঙ্গে তার মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।