ইরানে অর্থনৈতিক অসন্তোষে বিক্ষোভ: ১৩ দিনে নিহত ৫১, শিশু ৯
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১০:০০
ইরানে চলমান অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন শিশু রয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন (IHRO) এই তথ্য জানিয়েছে। খবর দিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ দিনে বিক্ষোভে এই নিহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। খুব দ্রুতই এটি দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনে সরাসরি সরকারবিরোধী স্লোগান উঠে আসে।
সংস্থার যাচাইকৃত তথ্য অনুযায়ী, মোট ১১টি প্রদেশে বিক্ষোভকারীরা নিহত হয়েছেন। এছাড়া আরও শতাধিক মানুষ আহত হয়েছেন।
বর্তমান মৃত্যুর হিসাব কেবল সেসব ঘটনার ভিত্তিতে করা হয়েছে, যেগুলো সংস্থাটি সরাসরি নিশ্চিত করেছে অথবা অন্তত দুটি স্বাধীন সূত্র থেকে যাচাই করা হয়েছে।
নিহতদের মধ্যে ১৮ বছরের কম নয়জন কিশোর-কিশোরী রয়েছেন বলে সংস্থাটি জানিয়েছে। তবে সব শিশু নিহতের সঠিক বয়স সংক্রান্ত নথিপত্র সংগ্রহের প্রক্রিয়া চলমান।
এছাড়া তেহরান, মাশহাদ, কারাজের ফারদিস এবং হামেদানে আরও বহু মৃত্যুর খবর সংস্থাটি পেয়েছে। তবে যেহেতু এগুলো এখনও যাচাই হয়নি, তাই আনুষ্ঠানিক নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।