মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১১:০৫

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার জন্য সতর্ক করেছে। দেশটির ভার্চুয়াল দূতাবাস স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) এ নির্দেশনা জারি করেছে।

দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, ইরানে বিক্ষোভ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সহিংস আকার ধারণ করতে পারে। এর ফলে গ্রেফতার, আহত, রাস্তা ও গণপরিবহন বন্ধ এবং ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে প্রতিদিনের জীবন ব্যাহত হতে পারে।

চলমান সংকটের কারণে অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা অন্তত আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ইরানে ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্থলপথে আর্মেনিয়া বা তুরস্কে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, “ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। যোগাযোগের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করুন এবং সম্ভব হলে স্থলপথে দেশ ছাড়ুন।”

যারা ইরান ছাড়তে পারছেন না, তাদের জন্য মার্কিন দূতাবাস পরামর্শ দিয়েছে নিরাপদ স্থানে থাকা, খাদ্য ও পানি মজুদ করা এবং বিক্ষোভের স্থানে না যাওয়ার নির্দেশ।

সূত্র: সিনহুয়া



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top