বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

চীনকে ঠেকাতে জি-৭ এর নতুন প্রকল্প

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২১, ২০:৫৩

চীনকে ঠেকাতে জি-৭ এর নতুন প্রকল্প

বিশ্বে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে একমত হয়েছেন জি-৭ এর নেতারা। বেইজিংয়ের চীনের কোটি ডলারের বাণিজ্যিক প্রকল্প​বেল্ট অ্যান্ড রোড এর বিপরীতে বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড প্রকল্পে বিনিয়োগের কথা বলা হয়েছে।

এই প্রকল্পের আওতায় উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো খাতে ৪০ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। শনিবার হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, জি সেভেনভুক্ত দেশ ও এই জোটের মিত্ররা বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড প্রকল্পের আওতায় জলবায়ু, স্বাস্থ্য, স্বাস্থ্য নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি ও লিঙ্গ সমতার মতো বেসরকারি খাতে অর্থ বিনিয়োগ করতে পারবে। তবে ঠিক কিভাবে এই পরিকল্পনা কাজ করবে কিংবা শেষ পর্যন্ত কী পরিমাণ মূলধন বরাদ্দ দেওয়া সে ব্যাপারে সুস্পষ্ট কিছু জানানো হয়নি।


এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: চীন জি-৭


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top