মুগদায় তিন বছরের শিশুকে নিয়ে পালাল ইজিবাইক চালক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১২:৩৪
রাজধানীর মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মা অনুপস্থিতির সুযোগে তিন বছর বয়সী শিশুকে নিয়ে পালিয়েছে এক ইজিবাইক চালক। ঘটনা ঘটেছে বুধবার (২৮ জানুয়ারি) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে।
শিশুর মা সুমাইয়া আক্তার জানান, তিনি হাসপাতালে তার একটি টেস্ট রিপোর্টের জন্য এসেছিলেন। দুপুর ১টা ১০ মিনিটের দিকে শিশুকে নিয়ে বাসায় ফেরার জন্য হাসপাতালের সামনে একটি ইজিবাইক ভাড়া করেন। পথিমধ্যে পানি কেনার জন্য সামনের দোকানে গেলে, ইজিবাইক চালক শিশুসহ ইজিবাইকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
শিশুর মামা আজিজুর রহমান বলেন, “মুহূর্তের মধ্যে এই ঘটনা ঘটে গেছে। আশেপাশের এলাকা খুঁজেও কিছু পাওয়া যায়নি। ইজিবাইকটি দ্রুত গতিতে চলে যায়।”
এ ঘটনায় শিশুর মা মুগদা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ হাসপাতালের সিসি ক্যামেরা ফুটেজ জব্দ করেছে। মুগদা থানার ওসি মুহাম্মদ এমদাদুল ইসলাম তৈয়ব জানান, “ফুটেজে দেখা গেছে, মা সামনের দোকানে যাওয়ার সময় ইজিবাইকটি ছুটে চলে যায়। তবে চালকের ছবি অস্পষ্ট হওয়ায় তদন্ত চলছে। বিষয়টি ঢাকার সব থানায় জানানো হয়েছে।”
পুলিশ শিশুটির সন্ধানে তৎপর রয়েছে এবং জনসাধারণের কাছে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।