বৃহঃস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে,

পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচে অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১২:৩৪

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সমর্থনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগামীকাল শুক্রবার বা সোমবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সূত্রে জানা গেছে, ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সম্ভাবনা রয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তানের বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডস ও ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা। যদি পাকিস্তান এই প্রথম দুটি ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করে, তাহলে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে তারা অংশ নাও নিতে পারে।

পাকিস্তানের গণমাধ্যম ‘হাম নিউজের’ সিনিয়র সাংবাদিক মুজাম্মিল সোহরাওয়ার্দী বলেন, “আমাদের জনসাধারণের বিশ্বাস, পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলবে না। এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।”

তিনি আরও জানান, পাক-ভারত ম্যাচ থেকে সম্প্রচারকারীরা মূলত ৬২ শতাংশ অর্থ আয় করে থাকে, যা প্রায় এক বিলিয়ন ডলার। সেই দিক থেকে ম্যাচ বর্জন আইসিসির জন্য বড় ধাক্কা হতে পারে।

বিশ্বকাপ না খেললে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রায় ৩১৬ কোটি রুপি রাজস্ব হারাবে, তবে মুজাম্মিলের মতে, সরকার পিসিবিকে ক্ষতিপূরণ দেবে।

এ বিষয়ে সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামসহ অনেকে খেলোয়াড়দের পক্ষে থাকলেও, মুজাম্মিল মনে করেন, ধারাভাষ্যকার হিসেবে যারা অর্থ উপার্জন করে তারা খেলাকে সমর্থন করবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top